মাগুরায় গড়াই নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি: মাগুরায় গড়াই নদীতে শনিবার বিকালে মরহুম জননেতা আছাদুজ্জামান নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আন্তঃইউনিয়ন নৌকা বাইচ আয়োজক কমিটি শ্রীপুরের গড়াই নদীতে এ নৌকা বাইচ ও ৩ দিনব্যাপী মেলার আয়োজন করে।
প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিজয়ী নৌকা ১ম স্থান ৩০ হাজার, ২য় স্থান ২০ হাজার টাকা, ৩য় স্থান ১০ টাকাসহ ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ কামরুল হাসান, উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, থানার অফসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত।

এ প্রতিযোগিতায় মাগুরাসহ বিভিন্ন স্থানের ১৩টি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকার মধ্যে গয়েশপুর ইউনিয়নের লালন শাহ নৌকা ১ম স্থান, কামারখালি ইউনিয়নের আতিকের নৌকা ২য় স্থান ও কুছুন্দী ইউনিয়নের হীরার তরী নৌকা ৩য় স্থান অধিকার করে।

প্রথম বারের মতো শ্রীপুরের নাকোল ইউনিয়নে এ নৌকা বাইচ উৎসবে গড়াই নদীর দু’তীরে মানুষের ঢল নামে। মাগুরা, রাজবাড়ি, পাশ্ববতী ফরিদপুরের কামারখালি, মধুখালিসহ বিভিন্ন স্থানের মানুষ উৎসবমুখর পরিবেশে এ নেীকা বাইচ প্রতিযোগিতা দেখতে আসে। নৌকা বাইচ শেষ হলেও এ উপলক্ষে মেলা চলবে ৩ দিন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *