
ফিরোজ মাহমুদ, সালথা ফরিদপুর, ফরিদপুরের সালথায় ভূমি সেবায় উপজেলায় প্রকাশ্যে ভুমি সেবায় গন শুনানীতে সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরা (মনি) ৷ সালথার সাধারন জনগন মনে করেন চমৎকার উদ্যোগ। সালথা উপজেলা সৃষ্টির পর কোন এসি ল্যান্ডের ভূমি বিষয়ক বিরোধ নিষ্পত্তিতে এমন গণশুনানির প্রথম আয়োজন। আশা করি নিয়মিতভাবে একজন জনবান্ধব কর্মকর্তার কাছে সাধারণ মানুষ তার সমস্যার কথা খুলে বলতে পারলে অনেক জমানো সমস্যার সমাধান দ্রুত হবে ৷