
সাধন সূত্রধর,জেলা প্রতিনিধি মানিকগঞ্জ : মানিকগঞ্জের ফেসবুক গ্রুপ সাবাশ মানিকগঞ্জ এর পক্ষ থেকে বিটিভির তালিকাভুক্তসহ ১৮ জন শিল্পীকে সম্মাননা দেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের কালীবাড়িতে সাংস্কৃতিক বিপ্লবী সংঘ (সাবিস) মিলনায়তনে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম মহিউদ্দিন। আয়োজক শাব্বাশ মানিকগঞ্জ এর সভাপতি দেওয়ান মমিনুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ রমজান আলী, দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা, লোকসঙ্গীতের পুরোধা কিরণ চন্দ্র রায়, বিশিষ্ট গীতিকার ও সুরকার হাসান মতিউর রহমান ,লেখক ও গবেষক মুক্তিযোদ্ধা মিয়াজান কবির, মানিকগঞ্জ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম খান। পরে সম্মাননা ক্রেস্ট দেওয়ার পর লোকসংগীত এর পুরোধা ব্যক্তিত্ব কিরণচন্দ্র রায় সহ অন্যান্য শিল্পীরা গান পরিবেশন করেন।