
জেলা প্রতিনিধি ॥
‘পুলিশ’ লেখা গাড়ি থেকে নেমে অর্ধ কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। জানা গেছে, আনোয়ার হোসেনের গাড়ি চালক আশরাফুল ও তার শ্যালক জহিরুল ইসলাম তারা নরসিংদীতে আত্মীয়দের নামিয়ে ঢাকায় ফিরছিলেন। ওই গাড়িটি রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার সাতগ্রাম এলাকায় পৌঁছালে ‘পুলিশ’ লেখা স্টিকারযুক্ত একটি মাইক্রোবাস তাদের পথরোধ করে। প্রথমে পুলিশের পোশাক পরা তিনজন সদস্য গাড়িতে ইয়াবা আছে বলে গাড়ি তল্লাশি করার জন্য উদ্ধত হয়। এসময় গাড়ি চালক আশরাফুল এবং জহিরুল ইসলামকে গাড়ি থেকে নামিয়ে গাড়ির কাগজপত্র চান তারা। তখন তাদের দুইজনকে বড় অফিসার ডাকছে বলে পুলিশের স্টিকারযুক্ত গাড়ির কাছে নেয়া হয়। আর ঠিক তখনই পেছন থেকে ধাক্কা দিয়ে গাড়ি চালক আশরাফ ও জহিরুলকে তোলা হয় মাইক্রোতে। এরপর হাত পা বেঁধে তাদের ওপর চালানো হয় নির্যাতন। পরে তাদের ছানপাড়া ঈদগাহ মাঠের কাছে তাদের ফেলে দিয়ে যায়। এসময় দুইজনের কাছ থেকে নগদ টাকা দুটি মোবাইল ফোন, গাড়িসহ মূল্যবান কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স নিয়ে যায় ছিনতাইকারীরা। পরদিন সকালে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা। এ ঘটনায় আনোয়ার হোসেন বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা করেছেন। আনোয়ার হোসেন জানান, ভুয়া চার পুলিশ সেজে চার সদস্য ২৭ লাখ টাকার গাড়িসহ প্রায় অর্ধ কোটি টাকার লুট করে নিয়ে গেছে তাদের।
আড়াইহাজার থানার তদন্ত কর্মকর্তা মো. শওকত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, একটি মামলা করেছে ভুক্তভোগীরা। এখন পর্যন্ত তদন্ত চলছে তবে কাউকে গ্রেপ্তার বা গাড়ির অবস্থান এবং ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের নাম নিশ্চিত করা সম্ভব হয়নি।