
জবাব দিয়েছেন ড. মনজের কাহফ, লেকচারার, ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকনোমিকস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
জবাব : ইসলামী শরিয়তের বিধান অনুসারে ব্যাংক থেকে আপনি যে সুদ পান, তা আপনার সম্পদ নয়। যা আপনার সম্পদ নয় তা আপনাকে অবশ্যই দান করে দিতে হবে এবং এর থেকে আপনি ব্যক্তিগত কোনো চাহিদা পূরণে খরচ পারবেন না।
সন্তানের শিক্ষাও আমাদের ব্যক্তিগত খাবার ও পোশাকের মতো চাহিদা। সুতরাং, এক্ষেত্রেও সুদের অর্থ খরচ করা যাবে না।
আল্লাহই উত্তম জ্ঞানের অধিকারী।